Bibiya| Shunno band Lyrics
Song Name | Bibiya |
Singer(s) | Shunno band |
Composer(s) | Shunno band |
Lyricist(s) | Brishty Dessa |
Bibiya | Shunno band Lyrics
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া ..
আঁধি রাতে চাঁদ তুই আজ
ঘুম দে রে আঁকিয়া,
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া।
দিব সাগর পাড়ি,
তোর মুখখানি, বুকের পানে লইয়া,
আবার ভোর হইলে, ফিরবো যদি
থাকে জান জাগিয়া।
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া ..
একূল ওকূল নাহি দেখি
ঝড়ের লগে যুঝতেছি,
মন আমার কেমন করে
ফিরার লাগি তোর কাছে,
সারা রাতের ঘুম আমার
সারা দেহের যত গ্লানি,
ভুলে যাই সব, যখনই
দেখি মুখ তোর একটু খানি।
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া ..
YouTube Video
0 Comments